কিভাবে KIKI থেকে বেশি টাকা আয় করবেন

পোষ্ট করলেই টাকা? হ্যাঁ এটা সত্যি ভাবার বিষয়, একটা অ্যাপ ডাউনলোড করলাম কিছু পোস্ট করব তার বিনিময় কেন টাকা দেবে কোম্পানি৷ তাহলে শুনুন এদের প্রাইভেসি এবং পলিসি যদি আপনারা পড়েন তাহলে সেখানে দেখবেন তারা কিন্তু মোটেই এটিকে সোশ্যাল মিডিয়ায় হিসেবে তৈরি করেনি৷ বরং সোশ্যাল মিডিয়ার আদলে এরা একটি প্ল্যাটফর্ম তৈরি করছে যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার পাবলিশাররা তাদের কনটেন্ট পাবলিশ করতে পারে৷
আপনারা যারা ব্লগে কাজ করেন বা ওয়েব সাইটে কাজ করেন অথবা শুনেছেন ব্লগে লিখালিখি করে ইনকাম করা যায়, ওয়েবসাইট তৈরি করে সেখানে কনটেন্ট ক্রিয়েট করে সেখানে ইনকাম করা যায়, এটিও ঠিক সেই একই রকমের তবে এর বাহ্যিক বিষয়টা একটু ব্যতিক্রম৷ দেখে মনে হবে যে এটি সোশ্যাল মিডিয়া মূলত এটি মোটেই সোশ্যাল মিডিয়া নয়৷ যদি সোশ্যাল মিডিয়া হতো তাহলে অবশ্যই একজন মানুষ অন্য একজন মানুষকে খুঁজে পেতে অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফ্রেন্ড কে ফলো করা যেত৷ কিন্তু এখানে কোন ফ্রেন্ড কে ফলো করা যায় না বা ফ্রেন্ড রিকোয়েস্ট করা যায় না, বরং এখানে ফলো করা হয় কোন একটি পেজকে যেখানে একজন কনটেন্ট ক্রিয়েটর তার কনটেন্ট পাবলিস্ট করে থাকে৷ আপনার তৈরি করা কনটেন্ট এর উপরে বিভিন্ন কোম্পানি এই অ্যাপের মাধ্যমে তাদের এড প্রদর্শন করবে৷ ঐ সকল এড প্রদানকারী কোম্পানি থেকে পাওয়া রেভিনিউ থেকে পাবলিশারদের মাঝে কিছু শেয়ার করা হবে৷ আপনারা যদি ব্লগে কাজ করেন তাহলে অবশ্যই জানবেন যে একজন পাবলিশার কিভাবে একজন এড প্রদানকারী কোম্পানির কাছ থেকে রেভিনিউ পেয়ে থাকে, গুগোল কিভাবে ভায়াড়ের কাছ থেকে রেভিনিউ এনে পাবলিশারদের মাঝে বিতরন করে৷ আর এজন্যই প্রত্যেকটি পোস্ট একটু বর্ণনামূলক হওয়া চাই একটু দীর্ঘ সময় নিয়ে পড়তে হয় এমন পোস্ট হওয়া চাই৷ আর যারা এ পোস্ট থেকে ও পোস্টে ঘোরাঘুরি করি শুধুমাত্র গিয়ে একটি ফায়ার দেয় এবং একটি কমেন্টস করি নাইস, ভেরি গুড, অসাম ইত্যাদি কিন্তু পোস্টটা ওপেন করি না যার কারণে এই পোস্ট যে অউনার তিনি কোন ভিউ পাননা একটা পোস্টে দেখা যায় ভিউ সংখ্যা মাত্র 5 7 10 কিন্তু কমেন্টস আছে পনেরো বিশ পঁচিশটা এবং ফায়ার সংখ্যা আছে 20 25 এর উপরে৷ তো এই জন্য আপনাদের কে বলি আপনারা যখন কারো সাথে কাজ করবেন টিম হয়ে কাজ করবেন অবশ্যই টিমের অন্যান্য মেম্বারদের পোস্ট গুলোর উপরে ক্লিক করে পোস্টটি ওপেন করবেন তারপরে সামান্যটুকু পড়ে ভালো লাগলে পুরোটা পড়বেন যদি ভালো না লাগে তাহলে সামান্য উপরে নিচে গিয়ে কমেন্টসে বলবেন আপনার পোস্টটি ভালো হয়নি৷ সব সময় যে গুড ,ভেরি গুড নাইটচ বলতে হবে এরকম কিছু নয়৷ যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই মানসম্মত পোস্ট করবেন৷ আপনারা কোথাও থেকে কপি পেস্ট করার চেষ্টা করবেন না ৷ প্রথম দিকে এটি কপিরাইট এর আওতায় না পড়লেও কিছুদিন বাদেই দেখবেন আপনার কনটেন্ট কিন্তু কপিরাইট এর আওতায় চলে এসেছে৷ হয়তো আপনার ব্যালেন্সে তখন অনেক ডলার জমা থাকবে কিন্তু আপনি সেটি আর তুলতে পারবেন না, কারণ আপনি কপিরাইট এর আওতায় ব্ল্যাক লিস্টেড হয়ে যাবেন৷ তাই এই সেক্টরে কাজ করার আগে আপনার যদি কোন পূর্ব অভিজ্ঞতা না থাকে এই পোস্টটি ভাল করে বোঝার আপনার খুবই দরকার আছে৷ যত ভিউ বাড়বে অত বেশি পোস্ট করতে পারবেন অত বেশি আপনার আর্ণ হবে ,তো আপনার আর্ণ করতে হলে আপনার অন্যকে সাহায্য সহযোগিতা দরকার হবে৷ আপনার পোস্ট যদি কমপক্ষে 50 জন মানুষ না দেখে তাহলে আপনার পোস্টে কোন বাড়তি রেভিনিউ এড হবে না বরং পরবর্তী পোস্ট আপনি করতে পারবেন না৷ ভিউ বাড়াবার জন্য আপনি রিয়েল ভিউ করবেন পোস্ট ওপেন করে তারপরে ভিউ দিবেন, তাহলে আপনার পোস্টেও সকলে ওপেন করে ভিউ দিবে৷ তাতে উভয়পক্ষ লাভবান হবে, উভয় পক্ষের ভিউ বাড়বে এবং পরবর্তী পোস্ট করার মত সমর্থবান হবেন ৷ তখন আপনারা এক্সট্রা রেভিনিউ এড করতে পারবেন৷ আশা করি আপনাদেরকে ব্যাপারটি বুঝিয়ে বলতে সক্ষম হয়েছি, তারপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় তবে কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব৷ আমরা ভয়েস অব বরিশাল পেজটিতে একটি গ্রুপে কাজ করার চেষ্টা করতেছি আপনারা চাইলে আমাদের পেইজে যোগদান করতে পারেন, তবে সে ক্ষেত্রে শর্ত থাকবে একটাই আমাদের প্রত্যেকটি পোস্টে আপনার ভিউ দিতে হবে এবং আপনি যতগুলো পোস্ট ভয়েজ অফ বরিশাল পেইজে করবেন প্রত্যেকটি পোস্টে আপনি যথাযথ ভিউ পাবেন৷ আমাদের পেইজের প্রত্যেকটি মেম্বার প্রত্যেককে সঠিক ভাবে ভিউ দেয় এবং সকলে আর্ণ করার চেষ্টা করে৷ এতদুর পর্যন্ত পোস্ট পড়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ৷ আশা করি পরবর্তী পোস্ট গুলোতে আমাদের সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে একটি ফায়ার দিয়ে যাবেন৷

Powered by Blogger.